Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে ধরা পড়া দুই ভোল মাছ বিক্রি হলো সাড়ে ১৮ লাখে

বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এক জেলের জালে ধরা পড়া একটি মাছের ওজন সাড়ে ৩৬ কেজি, অন্যটির ওজন ২৭ কেজি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এক জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে একটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, আরেকটির ওজন ২৭ কেজি।

“মেসার্স জয়মনি ফিস” আড়তের মালিক আল আমিন দুবলার চর থেকে মাছ দুটি কিনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। এ সময় মাছ দুটি দেখতে ভিড় জমান উৎসুক লোকজন। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলে ফারুক হোসেনের জালে মাছ দুটি ধরা পড়ে।

জেলে ফারুক হোসেন অনলাইন সংবাদমাধ্যম বাংরা ট্রিবিউনকে জানান, গত অক্টোবরের প্রথম দিকে দুবলার চরসহ পাঁচটি চারাঞ্চলে শুঁটকির তৈরির মাছ আহরণে যান মোংলার জয়মনির ঘোল এলাকার জেলে ফারুক হোসেন। শুঁটকির মৌসুম এখন শেষপর্যায়ে। এতদিন ফারুকের জালে তেমন বড় মাছ ধরা না পড়লেও বৃহস্পতিবার দুটি বড় ভোল মাছ ধরা পড়ে। ওই দিন শেষরাতে জাল উঠিয়ে মাছ দুটি দুবলার চরের মৎস্য আড়তে নিলামে তোলা হয়। 

নিলামে ২০-২৫ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে মোংলা বাজারের মাছ ব্যবসায়ী আল আমিন ১৮ লাখ ৫০ হাজার টাকায় মাছ দুটি পান। প্রতি কেজি মাছের দাম পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা। 

ব্যবসায়ী আল আমিন জানিয়েছেন, মাছ দুটি সঠিক পদ্ধতিতে প্রসেসিং ও প্যাকেটজাত করে চট্টগ্রামের মাছের আড়তে পাঠানো হয়েছে।

মোংলা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, “ভোল মাছ এই অঞ্চলে খুব কম পাওয়া যায়। পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদীতে আগে পাওয়া গেলেও এখন দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ ধরায় পাওয়া যায় না। এজন্য আমাদের আড়তেও আসে না। দুবলার চরে পাওয়া মাছ দুটি আড়তে এসেছে। সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে আরও বেশি দাম পাওয়া যাবে।”

সামুদ্রিক ভোল মাছ খুবই দামি বলে উল্লেখ করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “এই মাছের বায়ুথলি দিয়ে এক ধরনের সুতা তৈরি করা হয়। এই সুতা বিদেশে ওপেন হার্ট সার্জারির কাজে লাগে। এছাড়া বিয়ার তৈরির কাজেও ব্যবহৃত হয়।”

   

About

Popular Links

x