Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

তিন বছর পর খুলছে সোনামসজিদ ইমিগ্রেশন

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:৫২ এএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রায় তিন বছর বন্ধ থাকা ইমিগ্রেশন সেবা ১২ মার্চ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আব্দুল ওয়াহেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ১২ মার্চ বিকাল ৩টায় সোনমসজিদ ইমিগ্রেশনে উপস্থিত থাকবেন এবং উদ্বোধন করবেন।”

এর আগে ২ ফেব্রুয়ারি মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অফিস পরিদর্শন করেন এবং এর সভাপতির সঙ্গে দেখা করেন।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য এই স্থলবন্দর চালু রয়েছে।

About

Popular Links