Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

আড়াই’শ গ্রাম গরুর মাংস কেনার সুযোগ মিলছে চট্টগ্রামে

বিষয়টি বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:৫৬ পিএম

আকাশচুম্বী নিত্যপণ্যের বাজার। প্রতিদিনই বাড়ছে, জিনিসপত্রের দাম। নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য পরিস্থিতি বেসামাল। ডাল-ভাত কিংবা সবজির যোগান দিতেই যেখানে হিমশিম অবস্থা সেখানে মাংস খাওয়ার কথা অনেকের কাছে দুঃস্বপ্নের মতো। তবে ক্রেতারা যেন উচ্চমূল্যের বাজারে অল্প পরিমাণে হলেও মাংস কিনে খেতে পারেন সেজন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রেতারা অল্প পরিমাণে মাংস বিক্রি শুরু করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের কয়েকজন গরুর মাংস বিক্রেতা।

শনিবার (৪ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার কয়েকটি দোকানে শুরু হয়েছে আড়াই'শ গ্রাম গরুর মাংস বিক্রি। যার ফলে নিম্ন আয়ের মানুষেরা কিনতে পারছেন গরুর মাংস। বিষয়টি বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।

এ বিষয়ে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার গরুর মাংস বিক্রেতা ইলিয়াস সওদাগর বলেন, “নিম্ন আয়ের মানুষেরা এক কেজি গরুর মাংস কিনতে পারেন না। দাম শুনেই হেঁটে চলে যান। এখন তারা চাইলেই গরুর ২৫০ গ্রাম মাংস কিনে খেতে পারবেন।”

এর আগে একই বাজারে টুকরো করে মুরগির মাংস বিক্রি শুরু হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি থেকে।

   

About

Popular Links

x