Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, তিনজনের মৃত্যু

ওই ক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য আলাদা নিরাপত্তা বার নেই। সাধারণত ট্রেন যাওয়ার সময় কর্মচারীরা সংকেত দিয়ে গাড়ি থামান

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম

চট্টগ্রাম শহরের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) রাতে বিমানবন্দর সড়কের সাউথ ইস্টার্ন ট্যাংক টার্মিনাল এলাকায় মেঘনা তেলের ডিপুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নিহত তিনজন হলেন- রেলওয়ের কর্মচারী মো. আজিজুল হক (৩০), বাসযাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটুন কান্তি দে (২৫)।

নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ের কর্মচারী আনোয়ার ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাতে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেনটি তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা অতিক্রম করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে আজিজ ভাইয়ের উপর পড়ে। তখন তাকে নিয়ে আমরা হাসপাতালে চলে আসি।”

ওই ক্রসিংয়ে ট্রেন চলাচলের জন্য আলাদা নিরাপত্তা বার নেই। সাধারণত ট্রেন যাওয়ার সময় কর্মচারীরা সংকেত দিয়ে গাড়ি থামান বলে জানান তিনি।

   

About

Popular Links

x