Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইজিপি: সিদ্দিকবাজারের ঘটনায় নাশকতার কিছু পাইনি

পার্বত্য অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সিদ্দিকবাজারের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “সিদ্দিকবাজারের যে ঘটনা এতে, নাশকতার কোনো কিছু পাইনি। সাইন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতা কিছু পাওয়া যায়নি।”

বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ ও নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বিহর বিষয়ে পুলিশ প্রধান জানান, পাহাড়ে যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন একটি ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন, “সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি। এখনও সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া, রবিবার যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।

   

About

Popular Links

x