Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে রাজধানী ঢাকার আকাশ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু দাবদাহ। এর মধ্যেই বুধবার (১৫ মার্চ) সকালের মেঘলা আকাশ স্বস্তি নিয়ে এসেছে দেশের বিভিন্ন স্থানে। সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মিলেছে বিভিন্ন স্থানে। মেঘলা রয়েছে রাজধানী ঢাকার আকাশও, সঙ্গে রয়েছে মেঘের গর্জন।

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিতে দেশে চলমান তাপপ্রবাহ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করছে আবহাওয়াবিদরা। 

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ১৭-১৮ মার্চ দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৩২ দশমিক ৩, সিলেটে ৩৩, চট্টগ্রামে ৩০, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

About

Popular Links