Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন, নিহত ১

এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭ জন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৫১ পিএম

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণরে পর অগ্নিকাণ্ডের ঘটনা এ ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন একটি দোতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাদ্যম বাংলা ট্রিবিউন।

নিহত ওই ব্যক্তির নাম আওলাদ হোসেন (৪০)। তিনি পেশায় শ্রমিক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। পরে ওই ভবনে আগুন ধরে যায়। ওই ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল মো. শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।”

About

Popular Links