Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

রিয়াদে অগ্নি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আপডেট : ১৯ জুন ২০১৮, ১০:১৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ২ বাংলাদেশি শ্রমিক। বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণে কারখানায় এ অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

অগ্নি দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের একজন ৩৮ বছর বয়সী কামরুল ইসলাম এবং অন্যজন ৩৯ বছর বয়সী ইয়াসিন ফকির। নিহত ২ জনই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কামরুল ও ইয়াসিন একই ফোম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন এবং ওই কারখানার উপরের তলাতেই থাকতেন। কামরুল ও ইয়াসিনের মৃতদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

   

About

Popular Links

x