Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

মোশাররফ: ধানের শীষের পক্ষে জনস্রোত দেখে সরকার ‘হতাশ’

ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ এএম

কুমিল্লা-১ ও ২ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে সর্বত্র ধানের শীষের জোয়ার বইছে। ধানের শীষের পক্ষে প্রবল জনস্রোত দেখে সরকার চরম হতাশাগ্রস্ত। তারা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে নানা অশুভ পায়তারা করছে।‘ খন্দকার মোশাররফ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা-২ আসনের হোমনায় বিভিন্ন জায়গায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

দেশ ও জনগণের স্বার্থে সব হুমকি উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রবর্তন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তারা গণতন্ত্র ধ্বংস এবং জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়। তাদের কাছে গণতন্ত্র, মানুষের অধিকার ও জানমাল অতীতে সুরক্ষিত ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

এদিকে ১৪৪ ধারা জারির কারণে হোমনার চান্দেরচর ইউনিয়নের বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে বিকালে বিএনপির পূর্বনির্ধারিত দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়নি। এ ঘটনার নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘হোমনা উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে সমাবেশের লিখিত অনুমতি দেন। অথচ স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ করতে চায়- এই অজুহাতে ইউএনও মঙ্গলবার পুরো চান্দেরচর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছেন।’


হোমনার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

About

Popular Links