Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২২ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০১:৫৫ পিএম

আবারও পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ।

রবিবার (৯ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ আলমের আদালত নতুন তারিখ ধার্য করেন।

এ নিয়ে এখন পর্যন্ত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৭ বার পেছালো। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২২ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

   

About

Popular Links

x