Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিএনপির ৩ নেতার প্রার্থিতা বাতিল করলেন আদালত

বিএনপির এই তিন প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত তিনজনের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। 

পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, জামালপুর-৩ আসনে শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান এবং ঝিনাইদহ-২ আসনে আবদুল মজিদ। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে বিএনপির এই তিন প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে তাদের প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট।


About

Popular Links