Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা

সংঘর্ষে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ পিএম

কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলামসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন অপেক্ষমাণ ছিল। এ সময় একই লেনে ঢুকে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি। ফলে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

About

Popular Links