Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

অফিসে ছাদের পলেস্তারা খসে পড়ে দুদক কর্মকর্তা আহত

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০১:৪৮ পিএম

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম আহত হয়েছেন। চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করছেন।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুদকের সহকারী পরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রদিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি স্টার।

তিনি বলেন, “ঘটনার সময় আমিনুল ও ২ জন আইনজীবী অফিসে ছিলেন। তবে তারা আহত হননি। আমরা এসে দেখি আমিনুল স্যারকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “ভবনটি পুরোনো হওয়ায় আমরা এখানে ঝুঁকি নিয়ে কাজ করি। আশা করব, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা করবে।”

   

About

Popular Links

x