একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে নামা জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার এ বিষয়ের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, আমরা হাইকোর্ট থেকে একটা চিঠি পেয়েছি এবং আমাদের আইন বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরিসহ চারজন জামায়াত নেতাদের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। পরে মঙ্গলবার নির্বাচন কমিশনকে তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন হাইকোর্ট।
২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। চলতি বছরের ২৯ অক্টোবর দলটির নিবন্ধন বাতিলের চূড়ান্ত ঘোষণা দেয় নির্বাচন কমিশন।