Sunday, June 16, 2024

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুতে নিয়ম ভেঙে জরিমানা গুনলেন সাত বাইকার

একবার ভুল করেই তিন হাজার টাকা জরিমানা

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১২:০৯ পিএম

পদ্মা সেতু পার হওয়ার সময় নিয়ম ভেঙে লেন পরিবর্তন করায় সাত মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে শাস্তির মুখে পড়েন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।

এই সাতজন পদ্মা সেতুর মোটরসাইকেলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে পাশের মূল লেনে উঠে পড়েন। বিষয়টি নজরে এলে তাদের গতিরোধ করেন দায়িত্বরত ট্রাফিক সদস্যরা।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে সাত মোটরসাইকেল চালক পাশের মূল লেনে উঠে পড়েন। জাজিরা প্রান্তে তাদের গতিরোধ করে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 

সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব চালককে শাস্তির আওতায় আনে পুলিশ।

About

Popular Links