Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সরকারি খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান জামাল মিয়া

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১০:৩০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া (২৫) উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভলাকুট ইউপির বর্তমান সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের অনুসারীদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। ঈদের ছুটিতে উভয়পক্ষের লোকজন বাড়িতে আসায় খাস জমিটি দখলে নিতে দু'পক্ষই বিবাদে জড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান জামাল মিয়া। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, “জমিটি দখল নিতে দু'পক্ষই সংঘর্ষে জাড়ায়। এতে রব মিয়ার পক্ষের জামাল হোসেন টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x