Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে আগুন

প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০১:৪৫ পিএম

ঢাকার সাভারের আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। 

রবিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা ১০ এর দিকে থানার পাশেই ওই গাড়ির স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শান্ত সেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বেলা ১১টা ৮ এর দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ১১টা ৩৫ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে।”

তবে প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

আশুলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মালেকা আক্তার বলেন, “বেলা ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

আশুলিয়া থানার মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, “থানার পাশেই থাকা গাড়ির স্তূপে আগুন লেগেছিল। তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কী কি ক্ষতি হলো। পরে বিস্তারিত জানাতে পারবো।”

   

About

Popular Links

x