রাজধানীর গুলশানে এস এম জাহিদুর রহমান নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঢাকা ট্রিবিউনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ।
রবিবার (২৩ এপ্রিল) সকালে গুলশানের বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন স্বজনরা।
এসআই শাকির জানান, পরিবারের লোকজন তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, এস এম জাহিদুর রহমান রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান দিয়ে আসছিলেন। গত তিন বছর ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। দেশ-বিদেশে চিকিৎসাও করানো হয় তাকে। ২৩ এপ্রিল ভোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানা, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে। মৃত ব্যবসায়ীর গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। গুলশান ২ নম্বরের ৫৩ নম্বর রোডে পরিবার নিয়ে থাকতেন।