Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাময়িক বরখাস্ত হলেন এক যুগ্ম সচিব

ইফতেখার আহমদ খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) ছিলেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা যুগ্ম সচিব ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রশাসনের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইফতেখার আহমদ খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য অধিদপ্তরের সাবেক এই উপ-পরিচালক ইফতেখার আহমেদের বিরুদ্ধে ২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছিল। এরপর গত বছর সেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। গত ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীতও হয়েছে।

এ অবস্থায় সরকারি চাকরি আইন অনুযায়ী যুগ্ম সচিব (ওএসডি) ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

   

About

Popular Links

x