Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইভিএম-এর আসনগুলোতে ভোটের আগেই স্মার্ট এনআইডি

এসব নির্বাচনি এলাকার সব ভোটারের হাতে এখনও স্মার্ট এনআইডি কার্ড পৌঁছায়নি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহৃত হতে যাওয়া আসনগুলোতে ভোটের আগেই ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।

ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ মোট এই ছয়টি আসনের সবগুলো ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এসব নির্বাচনি এলাকার সব ভোটারের হাতে এখনও স্মার্ট এনআইডি কার্ড পৌঁছায়নি।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়, আঙ্গুলের ছাপ না মিললে ভোটগ্রহণ কঠিন হয়ে পড়বে। এক্ষেত্রে স্মার্ট এনআইডির মাধ্যমে সহজেই আঙ্গুলের ছাপ পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করতে বলা হয়েছে।

   

About

Popular Links

x