Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্লাস্টিক বহনের অভিযোগে সুন্দরবনে পর্যটকবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে  পর্যটকবাহী ট্রলার চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ

আপডেট : ০৬ মে ২০২৩, ০৭:২৭ পিএম

পর্যটকদের যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহারের অভিযোগে সুন্দরবনের কলাগাছি ও দোবেকিতে পর্যটকবাহী ট্রলার চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।

শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে ট্রলারের অনুমতিপত্র বন্ধ করে দেয় বন বিভাগ। তবে সন্ধ্যায় বন বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির।

শ্যামনগরের মুন্সিগঞ্জের খেয়া ঘাটের ট্রলার মালিক ফেরদৌস আহমেদ বলেন, “শনিবার ছুটির দিন হওয়ায় বেশকিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়। খোঁজ-খবর নিয়ে জানতে পারি, পর্যটকরা প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে অনুমতিপত্র বন্ধ করে দেওয়া হয়।”

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ঢাকা ট্রিবিউনকে বলেন, “শুক্রবার আমি কলাগাছি পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি। বৈঠকে ট্রলার মালিকরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাদের অনুমতিপত্র দেওয়া হবে।”

সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x