Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের ‘আত্মহত্যা’

একটি মেয়ের সঙ্গে ইমোতে ভিডিও কলে কথা বলার সময় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন নিহতের বোন

আপডেট : ০৭ মে ২০২৩, ০৮:৩৭ পিএম

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে গলায় ফাঁস দিয়ে এক ফুটবলার “আত্মহত্যা” করেছেন। নিহত সোহেল জমাদ্দার (২৩) ঝালকাঠির নলছিটির রায়াপুর বটতলা এলাকার বাসিন্দা।

রবিবার (৭ মে) ভোরে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক।

জানা যায়, রবিবার নির্ধারিত ম্যাচ থাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যা থেকে সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার পারিবারিক।

সোহেলের বোন শান্তা জানান, একটি মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে শনিবার তার ভাইয়ের স্ত্রী তাদের আট মাসের শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মেয়েটির সঙ্গে ইমোতে ভিডিও কলের সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেও তিনি জানান।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আলামত হিসেবে তার মোবাইল জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x