Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ধানমণ্ডি লেকে ভাসছিল ফার্মাসিস্টের মরদেহ

কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি

আপডেট : ০৮ মে ২০২৩, ০৫:৩১ পিএম

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে মো. ইমতিয়াজ (৫৪) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সকাল ৯টার দিকে ধানমণ্ডি ৪ নম্বর এলাকায় লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে সকাল ৯টার দিকে ধানমন্ডি লেক থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি মৃত ইমতিয়াজ পেশায় একজন ফার্মাসিস্ট ছিলেন। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা  চলছে।

পুলিশ জানায়, মৃতের বাসা ধানমন্ডির ৩ নম্বর সড়কে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

About

Popular Links