Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আর বাড়তি প্রটোকল পাবেন না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত

ডিএমপি কমিশনার জানান, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না

আপডেট : ১৫ মে ২০২৩, ০৬:২৫ পিএম

দীর্ঘদিন ধরে ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পেতেন মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। তবে এখন থেকে তাদের সেই সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৪ মে) এ সরকারি সিদ্ধান্তের কথা জানা যায়। 

এখন থেকে ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। রোববার সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দৈনিক মানবজমিন। 

ডিএমপি কমিশনার জানান, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে। 

দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পেয়ে আসছিলেন। উল্লিখিত দেশ দুটি ছাড়া অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই সুবিধা পাবেন কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।

   

About

Popular Links

x