Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুতুপালংয়ে পুলিশের সঙ্গে রোহিঙ্গাদের গোলাগুলি, নিহত ১

অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে

আপডেট : ১৫ মে ২০২৩, ০৮:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন রোহিঙ্গা দুষ্কৃতকারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার(১৫ মে) দুপুরে কুতুপালংয়ের ক্যাম্প-১৭ তে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে সোমবার দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে অভিযান পরিচালনা করে এবিপিএন সদস্যরা। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে এপিবিএন সদস্যরা। এতে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হচ্ছেন- ক্যাম্প ১৭ এর এইচ-৭৮ ব্লকের মামুন রশিদ ও আব্দুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

   

About

Popular Links

x