Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

গাড়িতে ব্যবহার করা যাবে না দুদকের লোগো

নিষেধাজ্ঞা থাকলেও এখনও কিছু কর্মকর্তা কর্মচারী গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ পিএম

গাড়িতে প্রতিষ্ঠানের লোগো ব্যবহার না করতে আবারও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬ সালে প্রথমবারের মতো ব্যক্তিগত ও অফিসিয়াল গাড়িতে কমিশনের লোগো ব্যবহার না করতে কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

দুদক সূত্রের বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও এখনও কিছু কর্মকর্তা কর্মচারী গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছে। লোগোর ব্যবহার বন্ধে কমিশন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের মুখপাত্র প্রণব কুমার জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে দুদক দৃঢ়প্রতিজ্ঞ। যদি কোনো গাড়িতে দুদকের লোগো ব্যবহার করা হয় তাহলে সবাইকে ০১৭১১৬৪৪৬৭৫ নম্বরে ফোন করে কমিশনকে জানানোর অনুরোধ করা হলো।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দাফতরিক আদেশে দুদকের লোগো ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে দুদক সক্রিয় রয়েছে। আমরা আশা করছি, আর কেউ দুদকের লোগো ব্যবহার করবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

About

Popular Links