Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রকাশের আগেই ফেসবুকে ছেলের ভর্তি পরীক্ষার ফলাফল জানালেন চবি কর্মকর্তা

আগামী ২৫ মে পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে

আপডেট : ২২ মে ২০২৩, ১০:৩৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে, তার আগেই ছেলের “এ” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানালেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পোস্টটি সরিয়ে ফেলেন চবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী। 

রবিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে ছেলের ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি জানান তিনি। 

ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা বলেন, “আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় এক হাজার ৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।”

যদিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তথ্য পাওয়া যায়নি। এমনকি চবির আইসিটি সেলও জানিয়েছে, এখনও কোনো ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। “এ” ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে।

About

Popular Links