Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের গ্রান্ড মুফতি

গ্রান্ড মুফতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ পিএম

ফিলিস্তিনের আলআকসা মসজিদের গ্রান্ড মুফতি শেখ মোহাম্মাদ আহমেদ হোসাইন গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি সমাধিসৌধের বেদির পাশে দাঁড়িয়ে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

পরে গ্রান্ড মুফতি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমজান বলেন, 'উন্নয়ন ও অগ্রগতিসহ সব কিছুর সঙ্গে ফিলিস্তিন বাংলাদেশের মানুষের পাশে আছে। বাংলাদেশের অগ্রযাত্রায় ফিলিস্তিনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশে গত ১০ বছরে সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারা  অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।' 

এ সময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রমজান, খতিবের নিরাপত্তা কর্মকর্তা  মোস্তফা, বসুন্ধরা গ্রুপের পরিচালক জিয়াউর রহমান,  রাশিয়াভিত্তিক ইউনাইটেড মুসলিম উম্মাহর সভাপতি মোহাম্মদ আমিন, সাধারণ সম্পাদক ড. কাজী ইরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ অহেম্মেদ হোসেন মীর্জা, আওয়ামী লীগ নেতা শেখ তোজাম্মেল হোসেন টুটুল, শেখ হিরাসহ  আরও অনেকে উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x