গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া আট মেয়র প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাতিল হয়েছে। মেয়র প্রার্থীর জন্য জামানত ছিল ৫০ হাজার টাকা।
সোমবার (২৯ মে) এ তথ্য জানান গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
তিনি বলেন, “নির্বাচনে কাস্টিং ভোটের সাড়ে ১২%-এর কম ভোট পাওয়া প্রার্থীদের জামানত বাতিল হবে। কাস্টিং ভোটের সংখ্যা পাঁচ লাখ ৭৫ হাজার ৫০। এই ভোটের ১২.৫০% হয় ৭১ হাজার ৮৮১। যেসব প্রার্থীর প্রাপ্ত ভোট ৭১ হাজার ৮৮১টির চেয়ে কম তাদেরই জামানত বাতিল হবে।”
তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। অন্যদের মধ্যে গণফ্রন্ট প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪, জাতীয় পার্টির প্রার্থী এএম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, জাকের প্রার্থীর প্রার্থী রাজু আহমেদ ৭ হাজার ২০৬, স্বতন্ত্র প্রার্থী হারুন-অর রশীদ দুই হাজার ৪২৬ এবং সরকার শাহনূর ইসলাম রনি ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা পাঁচ লাখ ৭৩ হাজার ২৫৬। বাতিল ভোটের সংখ্যা এক হাজার ৭৯৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা পাঁচ লাখ ৭৫ হাজার ৫০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮.৭৫%। নির্বাচনে কোনো কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল হয়নি।