ঢাকার সাভারে একটি বাসার নিচতলা থেকে ববিতা আক্তার (৩৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার রিতা ভিলা নামে বাড়ির সিঁড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ববিতা আক্তারের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ব্যাংক কলোনির ওই বাড়ির বাসিন্দারা সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।