Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সালিশে সংঘর্ষ, নিহত ১

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন

আপডেট : ০৪ জুন ২০২৩, ০২:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নয়জনকে আটক করেছে পুলিশ।

 শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে বাসুদেব ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মলাই মিয়ার ধানক্ষেতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন একই গ্রামের শাহ আলম। হাল চাষের পাওনা টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য সালিশ ডাকা হয়। সালিশে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে  উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় শাহ আলমের পক্ষের খাইরুল টেঁটাবিদ্ধ হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। মরদেহ নিহতের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

About

Popular Links