Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

নসরুল হামিদ: দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

শিডিউল লোডশেডিংয়ে যাওয়ার চিন্তা আপাতত নেই বলেও জানান প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, “আমরা আশা করছি বর্তমান লোডশেডিং থেকে আমরা বেরিয়ে আসতে পারব।”

রবিবার (৪ জুন) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, “এখন দুই হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বর্তমান পরিস্থিতি যে অসহনীয় তা জানি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা কত তাড়াতাড়ি আনা যায় সেই চেষ্টা চলছে। আশা করি ১০/১৫ দিনের মধ্যে এ থেকে বেরিয়ে আসতে পারব।”

শিডিউল লোডশেডিংয়ে যাওয়ার চিন্তা আপাতত নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, “আমরা আগেই ধারণা করেছিলাম এরকম একটা পরিস্থিতি হতে পারে। সেটার সমাধান নিয়ে চেষ্টা করছিলাম। তবে আমাদের অনেক কিছু দেখতে হয়। সময়মতো এলসি খোলার বিষয়ে আছে, জ্বালানি পাওয়ার বিষয় আছে। এগুলোকে একসঙ্গে সমন্বয় করে নিতে হয় আমাদের। তবে আশার বাণী হলো, একটা ব্যবস্থা অন্তত হয়েছে। সেজন্য আমাদের এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।”

About

Popular Links