প্রকাশিত হয়েছে জেএসসি, জেডিসি, পিইসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০.১৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রীর নিকট জেএসসি, জেডিসি, পিইসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন সিস্টেমে পিইসি ও অন্য পরীক্ষার ফল প্রকাশ করেন বলে বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে।
এবার জেএসসিতে পাশের হার ৮৫.২৮ % এবং জেডিসিতে ৮৯.০৪ %। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী। পিইসিতে পাশের হার ৯৭.৫৯ %। পিইসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। এছাড়া ইবতেদায়িতে পাশের হার ৯৭.৬৯%। জিডপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ২৬৮জন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ফল প্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।