Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

ময়মনসিংহগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:২১ পিএম

জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি জানান, হতাহতদের বাড়ি সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশে অটোরিকশায় করে ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামের একটি মসজিদে যাচ্ছিলেন কয়েকজন মুসল্লি। অটোরিকশাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সোলায়মান (৫৫) ও আব্দুল মজিদকে (৪৮) মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, “ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।”

   

About

Popular Links

x