নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ বাবা-মা, মেয়ের পর ছেলে টুটুলও (২২) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, “টুটুলের শরীরের ৬০% দগ্ধ হয়েছিল। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছে সালাম মণ্ডলের নাতনি মেহেজাবিন (৭)। তার শরীরের ৩৫% দগ্ধ হয়েছে।”
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে ৯ জুন সকাল ৮টার দিকে চার্জার ফ্যান বিস্ফোরণ হয়, যাতে পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৫৫ বছর বয়সী মো. সালাম মণ্ডল নামের একজন ওই দিন সন্ধ্যায় মারা যান। মঙ্গলবার সকালে তার স্ত্রী বুলবুলি বেগম (৪৫) এবং একই দিন রাতে তাদের মেয়ে সোনিয়া (২৫) মারা যান।
স্থানীয় বাসিন্দা সোহাগ ঢাকা ট্রিবিউনকে বলেন, “পরিবারটি একতলা ছাদ দেওয়া একটি বাড়িতে থাকত। জানতে পেরেছি, শুক্রবার বন্ধের দিন হওয়ায় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুনের হাত থেকে রক্ষা পাননি।”