Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, ব্যাগে মিললো ৩৭ বোতল ফেন্সিডিল

জয়পুরহাট সদর উপজেলার শগুনা চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ২০ জুন ২০২৩, ০১:৪১ পিএম

জয়পুরহাট সদরের সগুনা এলাকায় ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের ব্যাগে ৩৭ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি মাদক চোরাচালানে জড়িত ছিলেন। নিহত আমিরুল ইসলামের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার শগুনা চারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মোটরসাইকেল চালক ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। তার পিঠে একটি কালো ব্যাগে ৩৭ বোতল ফেন্সিডিল ছিল। যাওয়ার পথে শগুনা চারমাথা এলাকায় অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সম্ভবত তিনি মাদক কারবারি ছিলেন।

ওসি জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তবে ট্রাকটি জব্দ করা যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x