Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

যাত্রাবাড়ীর হোটেলে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ

নিহত তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর 

আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:০০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল সালোয়ার কামিজ। তার নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে হোটেলটির ষষ্ঠ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন।

তিনি জানান, ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান, যাত্রাবাড়ীর শাহীন হোটেলের ষষ্ঠ তলার একটি রুমে তরুণীর লাশ পড়ে আছে। সেখানে গেলে বিছানার ওপর মরদেহ পাওয়া যায়। রুমের দরজা বাইরে থেকে লাগানো ছিল। হোটেলে গিয়ে কোনো লোকজন পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্তসাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x