Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে একই পুকুরে তিন শিশুর লাশ

তারা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তিন মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১০-১১ বছর।

রবিবার (২৫ জুন) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।

মৃত তিন শিক্ষার্থী হলো– রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার; হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।

আরও পড়ুন- উৎসব এলেই বাড়ে পানিতে ডুবে শিশুমৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “তিন শিশুকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।”

   

About

Popular Links

x