Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনা সার্কিট হাউস ময়দানে হয়নি ঈদ জামাত

পরিবর্তে খুলনার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে টাউন জামে মসজিদে

আপডেট : ২৯ জুন ২০২৩, ০১:২০ পিএম

বৃষ্টির কারণে খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি।  

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় টাউন জামে মসজিদে প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। 

এই মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এছাড়া খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ পবিত্র ঈদ-উল-আজহার দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ইমরান উল্লাহর ইমামতিতে প্রথম জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে এবং পেশ ইমাম হাফেজ মো. জাকির হোসেনের ইমামতিতে দ্বিতীয় জামায়াত সকাল ৯টা ১৫মিনিটে অনুষ্ঠিত হয়।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-উল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-আজহার জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জামাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে সকাল সোয়া ৭টায়, ছোট বয়রা বাইতুল হাসান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,  কে,ডি, এ নিউ মার্কেট জামে মসজিদ (চালপট্টি মসজিদ)খুলনায় সকাল ৬ টায়, সরকারি বিএল কলেজ জামে মসজিদে সকাল ৭টায়, নিরালা তাবলীগ মসজিদ ও হরিণটানা আল আকসা মসজিদে সকাল ৭টায়, রায়পাড়া মসজিদে মিনায় সকাল ৭টা ৪৫ মিনিটে, শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায়, শিরোমনি বাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, গিলাতলা গাজীপাড়া ঈদগাহ, গিলাতলা মোল্লাপাড়া ঈদগাহ, গিলাতলা শেখপাড়া জামে মসজিদ, গিলাতলা বায়তুল আকসা জামে মসজিদ, শিরোমনি মধ্যপাড়া দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য মসজিদ ও ঈদগাহগুলোতে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করে।

About

Popular Links