নওগাঁর বদলগাছী উপজেলায় সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) দুপুরে নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত শহীদ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রায়হান হোসেন।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ঝগড়া বাধে। একপর্যায়ে শহীদ তার স্ত্রী সুখী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।