Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জের হাওড়ে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু

দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু নৌকায় করে শুকনো খাবার কিনতে পাশের একটি মুদি দোকানে যায়

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

সুনামগঞ্জ সদরের হাওড়াঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে আকস্মিক বন্যায় নৌকাডুবিতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২ জুলাই) দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুর গ্রামের তিন শিশু নৌকায় করে শুকনো খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন ঢাকা ট্রিবিউনকে জানান, রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

   

About

Popular Links

x