কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদকে (৬৫) আটক করেছে কালিহাতী থানা পুলিশ। বুধবার ( ২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার সহদেবপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, রতনগঞ্জ বাজারে নৌকার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর মামলায় তাকে আটক করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর তাকে নাশকাতার অভিযোগে গ্রেফতার করা হয়। সেসময় আরো গ্রেফতার করা হয়,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ হোসেন(৩২), উপজেলা বিএনপি নেতা লিয়াকত আলী মন্ডল (৫৮) ও নাগবাড়ী ওয়ার্ড বিএনপির আহবায়ক আলমগীর হোসেন (৩৪)।