Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাতে ৩০ মিনিট বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

শনিবার (৮ জুলাই) থেকে নতুন এই সময়সূচি চালু হবে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:০১ এএম

যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী শনিবার (৮ জুলাই) থেকে নতুন এই সময়সূচি চালু হবে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান সই করা  বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

   

About

Popular Links

x