Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। কাজেই আমরা শিক্ষার মানোন্নয়ন নিয়ে কাজ করছি।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘‘বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।’’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

About

Popular Links