Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার বাংলাদেশি

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৮:৪৩ পিএম

বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সৌদি আরব সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৩ এপ্রিল) জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নম্বর পাথর্শী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ তথ্য জানান।

এর আগে ৩১ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, এ বছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের হজযাত্রীদের হজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি আছে।”


৯ এপ্রিল এক টুইট বার্তায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, হজযাত্রীদের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে এবং বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। সৌদির উদ্দেশে রওনা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ নিতে হবে।

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে যেতে পারেনি। তবে চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।


About

Popular Links