Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাস্তার জন্য কাটা হলো শতাধিক গাছ

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের কৃষক ইব্রাহীম মণ্ডলের জমির গাছ কাটা হয়

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১:০০ পিএম

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক কৃষকের শতাধিক আম, কলা, জাম ও খেজুরগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি বাধা দিতে গেলে ওই কৃষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের কৃষক ইব্রাহীম মণ্ডলের জমির গাছ কাটা হয়। এ ঘটনায় প্রতিপক্ষ একই গ্রামের তহিদুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইব্রাহীম মণ্ডল বলেন, ‘‘জোর করে আমার জমির ওপর দিয়ে রাস্তা বানানোর জন্য প্রতিপক্ষ প্রকাশ্যে গাছগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে থানায় মামলা করেছি।’’

গাছ কাটার কথা স্বীকার করে তহিদুল ইসলাম বলেন, ‘‘পুকুরপাড় দিয়ে চলাচলের সমস্যার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে গাছগুলো কেটেছি।’’

তবে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ আল মামুন বলেন, ‘‘আমি কাউকে গাছ কাটতে বলিনি। আমার নাম ভাঙিয়ে কেউ গাছ কাটলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছি।’’

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

About

Popular Links