Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় সংবাদকর্মী হত্যায় ২ আসামিসহ গ্রেপ্তার ৪

নিহত সংবাদকর্মী কুমিল্লার স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক পত্রিকায় কর্মরত ছিলেন

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৪:০৭ পিএম

কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইলে সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাঈম হত্যায় এজাহারনামীয় দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির হোসেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১১ টায় তাদের গ্রেপ্তার করা হয়। এজাহারনামীয় গ্রেপ্তার দুইজন হলেন- ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।

গ্রেপ্তার আসামীদের বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড হায়দ্রাবাদনগর এলাকায় সংবাদকর্মী মহিউদ্দিন সরকারকে গুলি করে হত্যা করে মাদক কারবারিরা। মহিউদ্দিন সরকার নাইম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে। তিনি কুমিল্লার স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার পকেটে ওই সংবাদপত্রের পরিচয়পত্র পায় পুলিশ।

   

About

Popular Links

x