Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে কৃষকের মৃত্যু

বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় জমিতে ধাকা আধাপাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৪:১৮ পিএম

বগুড়ায় মৌসুমের প্রথম কাল বৈখাশী ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে রেজাউল হোসেন (৪৫) নামে এক কৃষক মারা গেছেন।

বুধবার (২০ এপ্রিল) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান জানান, বুধবার সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষক রেজাউল হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ির উঠানে থাকা গোবরের লাকড়ি ঘরে তুলছিলেন। এ সময় সজনে গাছের একটি মোটা ডাল ভেঙে তার মাথায় পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় জমিতে ধাকা আধাপাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে নন্দীগ্রাম উপজেলায়। এখানে অনেক জমির ধান মাটির সাথে মিশে গেছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, বৃষ্টি ও ঝড়ে কিছু জমির বোরো ধান হেলে পড়েছে। তবে এতে ফলনের তেমন ক্ষতি হবে না।

About

Popular Links