Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘সেলাই দিদিমণির’ আর ঈদ করা হলো না

এ ঘটনায় ওই গার্মেন্টস কর্মীর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৩:৪৩ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় শান্তনা বেগম (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। শান্তনা ঢাকার একটি কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তনা বেগমের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন। হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় লেন পাল্টানোর সময় হঠাৎ মোটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে শান্তনা বেগম ঘটনাস্থলেই মারা যান। এসময় তার স্বামী আব্দুল মাজেদ এবং মেয়ে মাকসুদা খাতুন  গুরুতর আহত হন।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


About

Popular Links