Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় একদিনে ৪,৫০০ মানুষকে ভিসা দিয়েছে ভারতীয় হাইকমিশন

এক ক্ষুদে বার্তায় ঢাকাস্থ ভারতীয় হাইক‌মিশন এ তথ্য জানিয়েছে

আপডেট : ০১ মে ২০২২, ০৪:১০ পিএম

ঢাকায় একদিনে সাড়ে চার হাজার মানুষকে ভারতীয় ভিসা দিয়েছে দেশটির হাইক‌মিশন।

রবিবার (১ মে) এক ক্ষুদে বার্তায় ঢাকাস্থ ভারতীয় হাইক‌মিশন এ তথ্য জানিয়েছে।

হাইক‌মিশন জানায়, ঈদের আগে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সুবিধার্থে বৃহস্পতিবার ছুটির দিনও ভারতের হাইকমিশন শুধুমাত্র ঢাকাতেই সাড়ে চার হাজার ভিসা ইস্যু করেছে। এদিন ভিসা ডেলিভারির সুবিধার্থে বাংলাদেশের সবগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।

জানা যায়, রোববারও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে। তবে ঈদের জন্য আগামী ২-৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।

উল্লেখ্য, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন জমা ও পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সময়সীমা বাড়িয়েছে।

   

About

Popular Links

x